লখনউ, ১৪ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত| শৈত্যপ্রবাহের কারণে সব থেকে খারাপ অবস্থা উত্তর প্রদেশে| রাজ্যের ঠান্ডায় এখনও পর্যন্ত ৯ জনের মৃতু্য হয়েছে| এমতাবস্থায় আরও ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর| তবে, ১৯ তারিখের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে|
উত্তর ভারতের বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ হিমাঙ্কের আশেপাশে রয়েছে| শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও মধ্যপ্রদেশের কিছু এলাকায়| এদিকে, গত পাঁচ বছরের নিরিখে শীতলতম জানুয়ারি উপভোগ করছে ভূস্বর্গ| জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক|
2017-01-14