নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ উদয়পুরের ধবজনগর এলাকায় পথ দুর্ঘটনায় এক বিএসএফ’র জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত জওয়ানের নাম রাজু চৌধুরী৷ একটি বাসের সঙ্গে বিএসএফ’র ঐ জওয়ানের বাইকের সংঘর্ষ হয়৷ তাতেই বিএসএফ’র ঐ জওয়ান জখম হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ দুর্ঘটনায় আহত বিএসএফ জওয়ানের মোটর বাইকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বাইক চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
2017-01-14