নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা আজ দ্বিতীয় দিনেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন অব্যাহত রেখেছে৷ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও টিআইটি’র মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা৷ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষের ভূমিকার প্রতিবাদেই এই বিক্ষোভ আন্দোলন৷ উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়৷ টেকনো ইন্ডিয়া এবং টিআইটি’র মধ্যে কাজিয়াকে কেন্দ্র করেই পরীক্ষার প্রশ্ণপত্র তৈরি হয়নি৷ এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাতে বিপাকে পড়ে টিআইটি’র ছাত্রছাত্রীরা৷ তাদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হয়েছে৷ অবিলম্বে পরীক্ষা গ্রহণের দাবিতেই টিআইটি’র মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা৷ অবিলম্বে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে, টিআইটিতে ছাত্র বিক্ষোভ ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ উল্লেখ্য, রাজ্যের ইতিহাসে এই ধরনের ঘটনা বলতে গেলে নজিরবিহীন৷ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইছে৷ অথচ টিআইটি কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারছে না৷ পরীক্ষা গ্রহণের যে প্রশ্ণপত্র তৈরি করার কথা তা নিয়ে তীব্র মতভেদ দেখা দেওয়াতেই উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷
2017-01-13