হায়দরাবাদ, ১৩ জানুয়ারি (হি.স.) : হজের জন্য ভর্তুকির প্রয়োজন নেই | ওই টাকা মুসলিম মেয়েদের শিক্ষায় ব্যবহার করা উচিত্| এমনটাই মনে করেন এআইএমআইএম সভাপতি তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি | সেই সঙ্গে হজ কোটা বাড়িয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানান ওয়েইসি|
টুইটারে কেন্দ্রীয় সরকারের কাছে হজ তীর্থযাত্রীদের জন্য বরাদ্দ ভর্তুকি বন্ধ করার জন্য দাবি জানিয়ে তিনি বলেন, পবিত্র তীর্থযাত্রার জন্য মুসলিমদের ভর্তুকির প্রয়োজন নেই| তাঁর দাবি, ৬৯০ কোটি টাকার হজ ভর্তুকি এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়, তীর্থযাত্রীদের নয়| রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়াকে ভর্তুকির নামে ওই টাকা দেওয়া হয়| হজ ভর্তুকি হিসেবে যে ৬৯০ কোটি টাকা দেওয়া হয়, তা মুসলিম মেয়েদের শিক্ষার জন্য ব্যবহার করা উচিত বলে মনে করেন ওয়েইসি|
এদিকে হজ কোটা বাড়ায় খুশি তিনি| সম্প্রতি, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি সৌদি আরব কর্তৃক হজ কোটা ১.৩০ লক্ষ থেকে বাড়িয়ে ১.৭০ লক্ষ করার ঘোষণা করেছেন| এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ওয়েইসি|
2017-01-13

