পাটনা, ১৩ জানুয়ারি (হি.স.): আপাতত স্থিতিশীল আছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান| শুক্রবার পরশ এইচএমআরআই হাসপাতালের কার্ডিওলজি ইউনিটের প্রধান ড. প্রমোদ কুমার জানিয়েছেন, ‘পাসোয়ানজীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল| আপাতত তাঁর মেডিক্যাল পরীক্ষা চলছে|’
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান| প্রধানমন্ত্রীর দফতর থেকে পাসোয়ানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে| পাসোয়ানের শারীরিক অবস্থার খবর শুনে রাতেই হাসপাতালের সামনে জড়ো হন দলীয় কর্মীরা|
2017-01-13