করাচি, ১৩ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের বন্দর শহর পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অকাদেমী (এনসিএ) একাদশের হয়ে টি-২০ ম্যাচের জন্য দলে ডাক পেলেন রেস্তোরাঁর কর্মী| করাচির একটা ছোট্ট রেস্তোরাঁয় পরোটা ভাজার কাজ করেন বছর ১৯-এর হানান খান| এই হানানকেই মালেয়েশিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে|
হানান বাঁ-হাতি ব্যাটসম্যান| তিনি বলেছেন, এই সুযোগ পেয়ে দারুন বালো লাগছে| লাহৌর থেকে যখন প্রথম টেলিফোন এল, তখন আমি একটা ম্যাচ খেলছিলাম| আমি ফিরে এসে কল ব্যাক করি এবং জানতে পারি যে, দলে আমাকে নেওয়া হয়েছে|, আমাকে সত্যিই ডাকা হয়েছে কিনা, প্রথমে নিশ্চিত হতে পারছিলাম না| তাই আবার ফোন করি| ইতিমধ্যেই ডোমেস্টিক গ্রেড ২-তে কোয়েটার হয়ে খেলেছেন হানান|
2017-01-13