মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা চন্দ্রকান্ত ছাজেদ| দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে পুণেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর| ২০০৩ সালে সুশীলকুমার শিন্ডে সরকারের আমলে রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন তিনি|
প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অশোক চাভান| শোকবার্তায় চাভান বলেছেন, ‘যুবনেতা হিসেবে উত্থান| ছাজেদ মেয়র, বিধায়ক ও মন্ত্রী ছিলেন|’
2017-01-13