নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে স্মৃতির জবাবে ধরাশায়ী রাহুল

rahul gandhiনয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : নোট বাতিল নিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জবাবে ধরাশায়ী কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| সম্প্রতি রাহুলের অফিসিয়াল টু্যইটার অ্যাকাউন্টে পোস্ট করা তিনটি মন্তব্য বেছে নিয়ে জবাব দিয়েছেন স্মৃতি|
১. রাহুল গান্ধী মোদীকে নিশানা করে বলেছিলেন, দেশের ইতিহাসে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের কাছে নিজেকে হাস্যকর করে তুলেছেন| এর জবাবে স্মৃতির টুইট, এই টুইট মনমোহন সিংেহর জন্য???
২. টুইটার পেজে পোস্টকরা অপর একটি মন্তেব্যে রাহুল বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশে অচ্ছে দিন আসবে| এই মন্তব্যের জবাবে টুইট- এটা কি স্বীকারোক্তি যে, দেশে কয়েক দশকের কংগ্রেস শাসন অচ্ছে দিন ছিল না???
৩. নোট বাতিলের সিদ্ধান্তকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, প্রত্যক অর্থনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে অনুপযুক্ত বলেছেন| এটা এর আগে কখনও হয়নি|
এর জবাবে স্মৃতির টু্যইট- তাহলে কি ২ জি, কয়লা দুর্নীতি, কমনওয়েল্থ গেমস দুর্নীতি ও অগুস্তা-আপনার মতে উপযুক্ত???