দামাস্কাসে আত্মঘাতী ৱোমা ৱিস্ফোরণ, মৃত অন্তত ৮

bomb-blastদামাস্কাস, ১৩ জানুয়ারি (হি.স.): সিরিয়ার রাজধানী দামাস্কাসে আত্মঘাতী ৱোমা ৱিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৮ জন| স্থানীয় সময় ৱৃহস্পতিৱার রাতে সন্ত্রাসৱাদী হামলার ঘটনাটি ঘটেছে দামাস্কাস জেলার দক্ষিণ-পশ্চিমে কাফর সুসায়| কাফর সুসা এলাকা হল সীমাৱদ্ধ জোন| ওই অঞ্চলে রয়েছে মন্ত্রী ও সিনিয়র আধিকারিকদের ৱাড়ি| যদিও, আত্মঘাতী ৱোমা ৱিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সীমাৱদ্ধ জোন থেকে কিছুটা দূরে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৱৃহস্পতিৱার রাতে আত্মঘাতী ৱোমা ৱিস্ফোরণে মৃতু্য হয়েছে অন্তত ৮ জনের| এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসৱাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *