নয়াদিল্লি ও মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠান্ডায় জৱুথৱু অবস্থা দিল্লিবাসীর| বৃহস্পতিবার সকালে রাজধানীতে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে| ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপটে ওষ্ঠাগত দিল্লিবাসীর প্রাণ| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় বৃহস্পতিবার সকালে দিল্লিতে ৭টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে| সময়সূচি বদল করা হয়েছে ৮টি ট্রেনের| উল্লেখ্য, গত অক্টোবর মাসের পর থেকেই রাজধানীর আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন| ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই বিপর্যস্ত হয়েছে রেল ও উড়ান পরিষেবা| অন্যথা হল না বৃহস্পতিবারও| শুধু রাজধানীই নয়, ঠান্ডা জাঁকিয়ে বসেছে বাণিজ্যনগরী মুম্বইতেও| বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস| গত মঙ্গলবার যা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস|
2017-01-12