নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাজধানীর লেইক চৌমুহনী এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে বেআইনীভাবে মজুত রাখা দশ বস্তা রেশনের চাল উদ্ধার করা হয়েছে৷ সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিলীপ আচার্যের বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়৷ এই ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ এই অভিযানের নেতৃত্ব দেন খাদ্য দপ্তরের সহকারি অধিকর্তা মানিক সাহা, ইনস্পেক্টর সুব্রত সাহা, পার্থ ভট্টাচার্য প্রমুখ৷
2017-01-11