হায়দরাবাদ, ১১ জানুয়ারি(হি.স): সৌরভ গঙ্গোপাধ্যায় ইসু্যতে রবি শাস্ত্রীর কড়া সমালোচনা করলেন দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন| দেশের সেরা অধিনায়ক বাছতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়েছিলেন রবি শাস্ত্রী| শুধু তাই নয়, উইজ়ডেনে সাক্ষাত্কার দিতে গিয়ে রবি শাস্ত্রী মহেন্দ্র সিং ধোনিকে দাদা ক্যাপ্টেন বলে সম্বোধন করেন| সৌরভ অনুরাগীদের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশে এসব করছেন শাস্ত্রী| এবার শাস্ত্রীর এই মন্তব্যেরই কড়া সমালোচনা করে ন আজাহারউদ্দিন|
তিনি বলেন, এটা তো মূর্খের মতো কথা| পরিসংখ্যান কি চোখে পড়ে না ওর ? ব্যক্তিগত ঝামেলা নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই| কিন্তু দেশের সেরা অধিনায়ক নিয়ে কেউ প্রশ্ন করলে ব্যক্তিগত ঝামেলা এড়িয়ে যাওয়া উচিত| আর সৌরভ এমন একজন অধিনায়ক, যে ভারতীয় ক্রিকেটের জন্য এনেকটা করেছে|
2017-01-11