করাচি , ১১ জানুয়ারি (হি.স): দেশের তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানের আদালতে| তারই দায়ের করা একটি মামলায় ৩১টি শুনানিতে অনুপস্থিত ছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার | আর একারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির সেশন কোর্ট| তবে এই গ্রেফতারি পরোয়ানাটি জামিন যোগ্য|
গত বছর করাচিতে একটি মামলা করেন আক্রম | যেখানে এক অবসরপ্রাপ্ত মেজরের সঙ্গে তাঁর রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটে| জাতীয় স্টেডিয়াম থেকে ফেরার সময় ওই দুর্ঘটনার পর মেজর গাড়ি থেকে নেমে ব্যক্তিগত পিস্তল দিয়ে আক্রমকে হুমকি দেয়| এরপরই ওই মামলাটি করেছিলেন আক্রম| তবে একটি সূত্রে জানা যায়, মামলা করা কিছুদিন পর দুই পক্ষের সাহায্যে ব্যাপারটি থানার বাইরেই চুকে যায়| কিন্তু তিনি আর মামলাটি প্রত্যাহার করেননি |
এদিকে, আগামী ১৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে| কিন্তু এ সময়ও আক্রম আদালতে উপস্থিত থাকতে পারবেন না| কারণ এখন পরিবার সহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি | যেখানে আবার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে কাজ করছেন| এরকম অবস্থায় করাচি সেশন কোর্টের এই পরোয়ানায় বিপাকে পড়েছেন প্রাক্তান এই পাক অধিনায়ক|
2017-01-11