পিওএস’র উপর সার্ভিস চার্জ, ক্ষোভে পরিষেবা বন্ধ করছেন ব্যবসায়ীরা

pos-machine-copyআগরতলা, ৯ জানুয়ারী(হি.স.)৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ণের প্রকল্প বিমুদ্রাকরনের সঙ্গে পিওএস-র উপর সার্ভিস চার্জ যুক্ত করার কথিত সিদ্ধান্ত ঘিরে ত্রিপুরার ব্যবসায়ী ও প্রতিষ্ঠান গুলোতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ পরপরই পিওএস মেশিন ক্রয় করতে শুরু করেন ব্যবসায়ীরা৷ কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয় যে ব্যবহারকারীদের পিওএস সোয়াইপ করলেই সার্ভিস চার্জ দিতে হবে৷ আর এরপরেই রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পেট্রোলিয়াম সামগ্রী বিক্রেতার ক্ষোভ প্রকাশ করতে শুরু করে৷ সার্ভিজ চার্জ দিতে হবে এ খবর প্রচারিত হতেই রাজ্যের ব্যবসায়ীরা আজ এর বিরুদ্ধে রূঢ়ভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সোয়াইপ মেশিনের মাধ্যমে পেমেন্ট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা৷
আগরতলার এক কাপড়ের ব্যবসায়ী অনিরুদ্ধ দেবনাথ এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের বিরুদ্ধে গেছে এই সিদ্ধান্ত৷ যারা এর আগে উদ্যোগী হয়ে সোয়াইপ মেশিন ক্রয় করেছেন তাদের অনেক গত কয়েক দিন ধরে মেশিন ব্যবহার করা প্রায় বন্ধ করে রাখেন৷ গ্রাহকরা যাতে পিওএস মেশিন দেখতে না পারে তার জন্য ফ্রন্ট ডেস্ক থেকে মেশিন সরিয়ে নিয়েছে৷ যদিও তিনি প্রধানমন্ত্রীর বি-মুদ্রাকরন এবং নোট বাতিল সিদ্ধান্তের প্রবল একজন সমর্থক৷ অনিরুদ্ধ বলেন, সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *