কলিয়াবরে সড়ক দুর্ঘটনা, হতাহত তিন

accidentনগাঁও (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : নগাঁও জেলার কলিয়াবর অঞ্চলের নলতলিতে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি চলন্ত লরির পেছন দিকে সজোরে ধাক্কা মারে একটি টাটা এসি। ধাক্কা এত তীব্র ছিল যে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মারা গিয়েছেন টাটা এসির ড্রাইভার। তাঁকে জনৈক মনোরঞ্জন দাস বলে শনাক্ত করা হয়েছে। এই দুৰ্ঘটনায় টাটা এসির অন্য দুই যাত্রী গুরুতরভাবে ঘায়েল হয়েছেন।
পথচারীদের সহায়তায় নিহত ও আহতদের চিড়ে-চ্যাপটা গাড়ির ভিতর থেকে বের করে আনা হয়। খবর পেয়ে আসে কলিয়াবর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহতদের নগাঁওষ়ে কনকলতা ফুকননি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই একই হাসপাতালে নিহত মনোরঞ্জন দাসের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *