প্রাপ্য মজুরী না পেয়ে বিলাইহামে বিক্ষোভ প্রদর্শন রেগা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ ফের কালিমালিপ্ত মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন৷ আজব দেশের গুজব গল্পের

বিলাইহাম পাড়ায় রেগা শ্রমিকরা বিক্ষোভ দেখান সোমবার৷ ছবি নিজস্ব৷
বিলাইহাম পাড়ায় রেগা শ্রমিকরা বিক্ষোভ দেখান সোমবার৷ ছবি নিজস্ব৷

পিঠস্থানের পরিণত হতে চলেছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের বিলাইহাম পাড়ার রেগা শ্রমিকদের মধ্যে রেগার টাকা বন্টনকে ঘিরে৷ সোমবার বায়োমেট্রিক কার্ডের সুবিধে অনুযায়ী রেগার পারিশ্রমিক তুলতে গেলে ২৫০০ টাকার মধ্যে ২০০০ হাজার টাকা রেগা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে৷
সংবাদে জানা গিয়েছে, রেগার পারিশ্রমিক নিজ নিজ পঞ্চায়েত থেকে পাওয়ার জন্য সরকারি ব্যবস্তাপনার বায়োমেট্রিক কার্ড করে দেওয়া হয় রেগা শ্রমিকদের মধ্যে৷ যাতে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের রেগা শ্রমিকরাও৷ সোমবার এই ভিলেজের বিলাইহাম পাড়ার ২০ জন রেগা শ্রমিকরা ৭৯১২ টাকার মধ্যে প্রত্যেকে ২৫০০ টাকা করে তুলতে ফর্মে আবেদন করেন৷ টাকা প্রদানের ক্ষেত্রে ২০০০ টাকা করে প্রত্যেক রেগা শ্রমিকদের প্রদান করা হয়৷ তাতে রেগা শ্রমিকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এনিয়ে মুঙ্গিয়াকামী গ্রামীণ ব্যাঙ্কের বায়োমেট্রিক কর্মকর্তাদের জানালে ৫০০ টাকা পরে দেবে অবুঝ সরল রেগা শ্রমিকদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ৷ এনিয়ে আইপিএফটি রাজ্য সম্পাদক মেবার দেববর্মা ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতিনিয়ত রাজ্য সরকার সহ ব্যাঙ্ক রেগা শ্রমিকদের হয়রানি করছে৷ এক মাসের কাজের পারিশ্রমিক তিনচার মাসে পাচ্ছে তারা৷ এব্যাপারে এক রেগা শ্রমিক বলেন, ২৫০০ টাকা গ্রহণ করা হেেয়ছ বলে কাগজ কলমে লেখা থাকলেও আদতে কি ৫০০ টাকা পাবে তারা সেটাই এখন প্রশ্ণের মুখে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *