BRAKING NEWS

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া, আপত্তি নো-ম্যানস ল্যান্ডের বাসিন্দাদের

indiabangladeshborderfencingওয়াখা (নাগাল্যান্ড), ০৯ জানুয়ারি, (হি.স.) : ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্থাপনকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন নো-ম্যানস ল্যান্ডের হাজারো নাগা সম্প্রদায়ের মানুষ। জঙ্গি আনাগোনা বন্ধ করতে সীমান্তবর্তী ওই এলাকায় কাঁটাতারের বেড়া সংস্থাপনের কাজ শুরু করেছে ভারত সরকার। এতে নো-ম্যানস ল্যান্ডের বাসিন্দারা আপত্তি তুলেছেন।

তাঁদের বক্তব্য, বহু বছর ধরে মায়ানমার সীমান্তবর্তী ৩,৫০০ একর উর্বর কৃষিজমিতে নাগা সম্প্রদায়ের মানুষজন বসবাস করে আসছেন। কিন্তু ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিলে গ্রামের বাসিন্দারা তাঁদের জমি হারাবেন বলে শঙ্কিত হয়ে পড়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এলাকার বিস্তৃত বিবরণ দিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক স্মারকপত্র পাঠিয়েছে স্থানীয় খিয়ানিঙা ট্রাইবাল কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *