গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): অবাক কাণ্ড ঘটে গেল মঙ্গলবার| কারণ, বহু বছরের অভ্যাসে বদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়তেন প্রধানমন্ত্রী| দিনের শুরু হতো সূর্য নমস্কার ও ঘন্টাখানেক প্রাণায়াম সহ যোগ ব্যায়াম করেই| কিন্তু, মঙ্গলবার সেই অভ্যাসে বদল আনলেন প্রধানমন্ত্রী নিজেই| বহু বছরের অভ্যাসে কেন বদল? উত্তর অবশ্য প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন| সকাল ৭.২৯ মিনিট নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘যোগব্যায়াম এড়িয়ে গেলাম|’ টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভোররাতে মায়ের সঙ্গে দেখা করলাম| তারপরে একসঙ্গে প্রাতরাশও সারেন মা ও ছেলে| মায়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী|
উল্লেখ্য, গুজরাতের গান্ধীনগরে নিজের ছোট ছেলে পঙ্কজের কাছেই থাকেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী| গত বছরের সেপ্টেম্বর মাসে নিজের ৬৬ তম জন্মদিনে মায়ের কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী|
2017-01-10