সুকমায় উদ্ধার মাওবাদীদের পুঁতে রাখা ৯টি আইইডি বিস্ফোরক

bomb-blastরায়পুর, ১০ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পুঁতে রাখা ৯টি ইম্প্রোভোইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল নিরাপত্তা বাহিনী| সুকমার পুলিশ সুপার কল্যাণ এলেসেলা জানিয়েছেন, ভেজ্জি থানা এলাকায় কুচ্ছা রোডের পাশে একটি কালভার্টের কাছে পুঁতে রাখাছিল আইইডি গুলি| মঙ্গলবার যৌথ অভিযান নামে সিআরপিএফ-এর ২১৯ ব্যাটালিয়ন ও জেলা রিজার্ভ গ্রুপের দল| তল্লাশি অভিযান চলাকালীন কালভার্টের কাছ থেকে উদ্ধার করা হয় ৯টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *