গোসাঁইগাঁও (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : চিরাং জেলার গোসাঁইগাঁওয়ে স্বামীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পত্নী। সোমবার রাতে সামান্য বচসার জেরে মেজাজ হারিয়ে হাতে কুড়োল তুলে স্ত্রী নিরুবালা রায়ের ওপর ঘা বসিয়ে দেন স্বামী দীনেশ রায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত পত্নী মাটিতে পড়ে গিয়ে আর্তনাদ করতে থাকেন। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দীনেশের ঘরে ছুটে এসে রক্তাক্ত নিরুবাকে দেখে হতবাক হয়ে যান। তাঁরা তাঁকে গোসাঁইগাঁও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান।
এদিকে ঘটনা ঘটিয়ে ফেরার হয়ে গেছে অভিযুক্ত স্বামী দীনেশ রায়। খবর যায় পুলিশে। পুলিশ এসে প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ শুনে ঘাতক দীনেশের খোঁজে তালাশি শুরু করেছে। নিরুবালার মরদেহের ময়নাদতন্তের জন্য হাসপাতালেই রেখে দিয়েছে পুলিশ।
2017-01-10