নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার

তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যেও আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস দল৷ কংগ্রেসের মহিলা সংগঠন সোমবার আগরতলা শহরে অভিনব কায়দায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে এসে ধর্নায় সামিল হয়৷ প্রত্যেক মহিলা হাতে খালি থালা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷ বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ নোট বদলের সিদ্ধান্তে দেশের জনগণের কোন লাভ হয়নি৷ বরং এই সিদ্ধান্ত দেশের জন্য চরম সর্বনাশ ডেকে এনেছে৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্যও মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷
[vsw id=”87VoOyQP4hE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]