টাকা সহ ব্যাগ যাত্রীকে ফেরত দিলেন অটো চালক

auto-driverনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ অটো চালকের প্রশংসা৷ ১০,৪৬৫ টাকা পেয়ে ফেরৎ দিল আগরতলা রামনগরের ঝুমা দাস সূত্রধর নামে এক মহিলার৷
ঘটনা রবিবার সন্ধ্যা আটটায় তেলিয়ামুড়া থেকে কল্যাণপুর ভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে আসেন৷ বাড়িতে গিয়ে মহিলা দেখতে পান তার টাকার ব্যাগ নেই৷ মহিলা গাড়িতে না রাস্তাতে তা বলতে পারে নাই৷ টিআর০১-সি-৩৫২২ নম্বরের গাড়ির চালক তপন পাল ব্যাগ সহ পুরো টাকা সোমবার সকালে অটো ইউনিয়নে জমা দিলে মহিলার খোঁজার পর প্রমাণ সত্য দেখে ইউনিয়নের লোকেরা মহিলার হাতে তুলে দেন৷ মহিলা ধন্যবাদ জানিয়েছেন৷ অটো ইউনিয়নের পক্ষ থেকে ড্রাইভারের প্রশংসা করা হয়৷ টাকার সঙ্গে একটি এটিএমও ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *