মথুরা, ১০ জানুয়ারি (হি.স.): বৃন্দাবনের কাছে স্কুটারে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃতু্য হল ইসকনের সঙ্গে যুক্ত এক অস্ট্রেলিয়ান মহিলার| মৃত বিদেশি মহিলার নাম টি শ্যারনে অ্যান| ২০১৫ সালে ৫ বছরের জন্য টু্যরিস্ট ভিসা নিয়ে এদেশে এসেছিলেন তিনি| টি শ্যারনে অ্যান নামে ওই বিদেশি মহিলা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন|
পুলিশ জানিয়েছে, সোমবার বৃন্দাবনের কাছে স্কুটারে করে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক ওই মহিলা| সেই সময় স্কুটারে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক্টর| ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা| এদিকে, সুযোগ ৱুঝেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাক্টরের চালক| এই ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়ার দূতাবাসকে অবহিত করা হয়েছে পুলিশের তরফে|
2017-01-10