শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের বাত্তাল এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স (জিআরইএফ)-এর ক্যাম্পে জঙ্গি হামলায় মৃতু্য হল তিন শ্রমিকের| নিহত শ্রমিকরা বর্ডার রোডস অর্গানাইজেশনের হয়ে সেখানে রাস্তা তৈরির কাজ করছিলেন| রাত তখন ২টো হবে| অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে, নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জিআরইএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা| তিন জন জঙ্গি প্রথমে ইঞ্জিনিয়ারদের ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ছোঁড়ে| এরপর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকলে প্রাণ হারান সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার তিন শ্রমিক|
হামলার পরেই জঙ্গিরা পালিয়ে যায়| তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী| আখনুর সেতু বন্ধ রাখা হয়েছে| সতর্কতা জারি করা হয়েছে এলাকার সমস্ত সেনা ছাউনিতে| সেনবাহিনীর অনুমান, নিয়ন্ত্রণরেখা পেরিয়েই জঙ্গিরা ভারতে ঢুকেছে|
2017-01-09