বারাণসীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ির বাসিন্দা, উদ্ধার কাগজপত্র

suicideবারাণসী, ৯ জানুয়ারি (হি.স.): বারাণসীর লহরতারা এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা এক পৌঢ়| মৃত পৌঢ়ের নাম সুশান্ত মজুমদার (৫০)| তাঁর শরীর থেকে উদ্ধার হয়েছে দু’টি মোবাইল ফোন, একটি ভোটার পরিচয়পত্র এবং কিছু দরকারি কাগজপত্র| সোমবার রেল পুলিশ জানিয়েছে, রবিবার লহরতারা এলাকায় পাটনা-সেক্রেন্দ্রাবাদ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন শিলিগুড়ির বাসিন্দা সুশান্ত মজুমদার| মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| কেন তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখছে রেল পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *