রহস্যজনক ভাবে বহ্ণিগ্রাসে বসত ঘর, কল্যাণপুরে চাঞ্চল্য

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ আগুনে পুড়ল কল্যাণপুরের কুঞ্জবন গ্রামের ক্ষিতিশ পালের দুটি বস ঘর৷ বহ্ণিগ্রাসের ফলে ঐ পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ ঘরের সর্বস্ব পুড়ে গিয়েছে৷ অগ্ণিকান্ডটি হয়েছে রবিবার সন্ধ্যায়৷ এদিকে এলাকাবাসী ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণপুরস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে৷
সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যায় আচমকা দেখা যায় ক্ষিতিশবাবুর বাড়ির ঘরের চালে আগুন৷ সঙ্গে সঙ্গেই হৈচৈ শুরু হয়ে যায়৷ ফোন করা হয় কল্যাণপুর ফায়ার স্টেশনে৷ প্রায় আধঘন্টা যাবৎ ফোন করা হয়েছে৷ কিন্তু ফোন রিসিভ করা হয়নি৷ পরে বাধ্য হয়ে ফোন করা হয় কল্যাণপুর থানায়৷ পরে থানা থেকে খবর পাঠানো হয় ফায়ার স্টেশনে৷ আধঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ ততক্ষণে ক্ষিতিশবাবুর বাড়ির দুটি বসত ঘর পুড়ে যায়৷ আগুন লাগার কারণ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরাও নিশ্চিত করে বলতে পারছে না৷ আগুনে ঘরের সমস্ত জিনিষপত্র পুড়ে গিয়েছে৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের বাড়িঘর অল্পেতে রক্ষা পেয়েছে৷ এদিকে, এলাকাবাসী ফায়ার সার্ভিসের বিলেম্ব পৌঁছার ঘটনায় তীব্র ক্ষোভ জাহির করেছেন৷ তাঁদের অভিযোগ প্রায়শই কল্যাণপুর ফায়ার স্টেশনে জরুরী ভিত্তিতে ফোন করা হলে রিসিভ করা হয় না৷ কোন কোন সময় লাইন বিজি হয়ে থাকে৷ এলাকাবাসীর দাবি এদিন যদি দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছত তাহলে ক্ষিতিশবাবুর একটি ঘর অন্তত বাঁচানো যেত৷ অন্যদিকে, অগ্ণিকান্ডের বিষয়ে স্থানীয় জনগণের অভিমত এটি নাশকতা৷ ঘরের চালে হঠাৎ আগুন লাগার ঘটনায় নানা প্রশ্ণ তুলেছেন স্থানীয়রা৷ যদিও কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *