পোঙ্গালের সময় মঞ্জুর করুন জাল্লিকাট্টু, প্রধানমন্ত্রীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

tamilnadu-map-2চেন্নাই, ৯ জানুয়ারি (হি.স.): জাল্লিকাট্টু ইসু্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম| সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আর্জি রেখেছেন, এ বছর পোঙ্গালের সময় জাল্লিকাট্টু ক্রীড়া যাতে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে অর্ডিন্যান্স পাশ করে বিবেচনা করে দেখা হোক| চিঠিতে পন্নিরসেলভম দাবি করেছেন, পোঙ্গাল উত্সবের একটি অবিচ্ছেদ্য অংশ হল জাল্লিকাট্টু ক্রীড়া|

জাল্লিকাট্টু হল তামিল জাতির প্রাচীন পরম্পরাগত ক্রীড়া| যেখানে একটি ষাঁড়কে তার শিং ধরে কাৱু করতে হয়| জাল্লিকাট্টু খেলাটি তামিলনাড়ুর গ্রামীণ উত্সবগুলির অংশ বলে মনে করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *