নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ অবশেষে শীত ধরা দিল ত্রিপুরাও৷ গোটা ডিসেম্বর মাসে শীত গরমের লুকোচুরি চলছিলো৷ তবে জানুয়ারির শুরুতে ত্রিপুরা রাজ্যে দেখা দিলো শীত৷ গত তিনদিন ধরে দিনের বেশির ভাগ সময় কুয়াশার চাদরে ঘিরে রয়েছে আগরতলাসহ গোটা রাজ্য৷ কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখি৷ আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে আগরতলার তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াল, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আবহাওয়া অফিস থেকে পূর্বাভাসে আরও জানানো হয়েছে সামনের দিনগুলোতে রাজ্যের তাপমাত্রার পারদ আরও নিম্নগামী থাকবে৷ গ্রামীণ এলাকায়তো শীত রয়েছেই, সঙ্গে রাজধানী শহর আগরতলার আকাশও সকাল ১২টৈ পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে৷ যার জেরে বিমান চলাচলেও কিছুটা ব্যাঘাত হচ্ছে৷ নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক কম গতিতে চলছে দুরপাল্লার ট্রেনগুলো৷ ফলে নির্ধারিত সময়ের অনেক পরেও আসছে ট্রেন৷ এমনটাই জানা গেছে আগরতলা রেলওয়ে স্টেশন সূত্রে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল রবিবার তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১১ ডিগ্রি সেলসিয়াল নেমে আসতে পারে৷ বুধবারও বৃহস্পতিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯ ডিগ্রি ও ৭ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে৷
2017-01-08