নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ এম জি এন রেগায় এখন পর্যন্ত সারা রাজ্যে গড়ে ৫৬ দিনের কাজ হয়েছে৷ প্রায় ৫০ হাজারের মত জিওট্যাগিং হয়েছে৷ একে আরো বাড়াতে হবে৷ রেগায় পেমেন্ট নিয়ে যাতে কোন সমস্যা না হয় তার জন্য পৌষ সংক্রান্তির আগে প্রতিটি পঞ্চায়েত সমিতিকে বৈঠক করতে হবে৷ প্রয়োজনবোধে পেমেন্টের জন্য আগাম সুনিদিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জমাতিয়া আজ পশ্চিম জেলা শাসকের সভাগৃহে পশ্চিম জেলা, খোয়াই জেলা এবং সিপাহীজলার এম জি এন রেগা, আবাসন, স্বচ্ছ ভারত খুশ ও নির্মল ভারত অভিযান প্রকল্পের পর্যালোচনা বৈঠকে এ কথা বলেন৷ বৈঠকে বিধায়ক মনোরঞ্জন দেববর্মা, পশ্চিম জেলার সভাধিপতি দিলীপ কুমার দাস, খোয়াই জেলার সহকারী সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, সিপাহীজলা জেলার সভাধিপতি মহঃ ফকরুউদ্দিন আহমেদ, বিভিন্ন পঞ্চায়েত সমিতি, বি এ সি-র চেয়ারম্যানগণ, গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার ছাড়াও জেলা শাসকগণ, বি ডি ওগণ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
বৈঠকে আলোচনার সূচনা করে পশ্চিম জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিষ্ট্রেট ধীরাজ দেববর্মা জানান, চলতি অর্থ বছরের এখন পর্যন্ত এই জেলায় এম জি এন রেগায় ১৩৪ কোটি ৮৭ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়৷ গতকাল পর্যন্ত গড়ে ৫৭ দিনের কাজ হয়েছে৷ জবকার্ড হোল্ডার রয়েছেন ৯১ হাজার ৯৯১ জন৷ এ অর্থে ৯টি ব্লক এলাকায় ৮০৭৬টি বিজ্ঞান সম্মত শৌচালয়, ১২টি অঙ্গনওয়াড়ী কেন্দ্র, ১৯২টি ভার্মি কম্পোষ্ট তৈরী করা হয়েছে৷ এছাড়া ১২৩৫ কানি জমিতে নতুন পুকুর খনন করা হবে৷ চলতি অর্থ বছরে জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৫৬৬টি এবং স্টেট গভর্ণমেন্ট হাউজিং স্কীমে ৩৯টি নতুন ঘর নির্মাণ করা হবে৷ বৈঠকে শ্রী দেববর্মা এই জেলায় স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত খুশ ও নির্মল ভারত অভিযানে যে সব প্রকল্প রূপায়িত হয়েছে বা হবে তার চিত্রও তুলে ধরেন৷ রেগায় এই জেলায় এখন পর্যন্ত ৫৫,১৯১টি সম্পদ সৃষ্টি হয়েছে৷ খোয়াই জেলার জেলা শাসক অপূর্ব রায় জানান, চলতি অর্থ বছরে জেলায় তিনটি প্রকল্পে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে ১০,৪৭১,২৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে৷ এখন পর্যন্ত ৫০৭৪ টি সম্পদ সৃষ্টি হয়েছে৷ এই জেলায় জবকার্ড রয়েছে ৬৩,৭৬৭টি৷ এখন পর্যন্ত গড়ে ৫৭ শ্রমদিবসের কাজ হয়েছে৷ তিনি এই জেলায় আবাসন, শৌচালয়, বনায়ন, পুকুর খনন, ভার্মি কম্পোষ্ট ইত্যাদি যে সকল প্রকল্প বাস্তবায়ণ হয়েছে বা হবে তার চিত্রও তুলে ধরেন৷ সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ চক্রবর্তী জানান, এই জেলায় এই অর্থ বছরে এম জি এন রেগায় ১৩,৮৬৪ লক্ষ টাকা পাওয়া যায়৷ মোট সম্পদ সৃষ্টি হয়েছে ৬১৭৮টি৷ গড়ে ৫৭১১ দিনের কাজ হয়েছে৷ জবকার্ড দেওয়া হয়েছে ৮৩ হাজার ২৫১ জনকে৷ জেলা শাসক শ্রী চক্রবর্তী এই জেলায় আবাসন, শৌচালয়, আধার, জল সম্পদ ইত্যাদি যে সকল প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হবে তার চিত্রও তুলে ধরেন৷ এছাড়া তিন জেলার জন প্রতিনিধিগণ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ স্ব স্ব এলাকার সমস্যাবলী তুলে ধরেন৷
