নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/বিলোনীয়া, ৭ জানুয়ারী৷৷ শনিবার বিকাল চারটায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে চলন্ত গাড়ি

থেকে পরে এক নিহত হয়েছেন৷ যে গাড়িটি থেকে ঐ ব্যক্তি পড়ে গিয়েছিলেন তাঁকে সনাক্ত করা যায়নি৷ ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাক ও কান দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত ক্ষরণ হয়েছিল৷ গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল৷ জানা গিয়েছে রাস্তার মাথা এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে ঐ ব্যক্তি প্রায় আধঘন্টা রক্তাক্ত অবস্থায় পড়েছিল৷ পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ সেখান থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবমিতা রায় প্রাথমিক চিকিৎসার পর ঐ ব্যক্তিকে জি বি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, বিলোনীয়ায় হল চৌমুহনীতে দুটি মারুতী ভ্যানে দ্রুত বেগে ছুটে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে৷ তাতে সাতজন আহত হয়েছেন বলেন খবর পাওয়া গিয়েছে৷