জামিনের আর্জি খারিজ ফের, জেল হেপাজতে পুর কাউন্সিলার মৃন্ময় সেন

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ আগরতলা পুর নিগমের কাউন্সিলার মৃন্ময় সেনকে ১৪ দিন হাজতবাসের পর শনিবার আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে আরও চারদিনের জেলা হাজতে পাঠানো হয়েছে৷ আগামী ১১ জানুয়ারী তাকে পুণরায় আদালতে তোলা হবে৷ এদিকে, আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ এই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে৷ আদালত চার্জশিটের বিভিন্ন দিক খতিয়ে দেখছে৷
উল্লেখ্য, এক শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে পুলিশ মৃন্ময় সেনকে গ্রেপ্তার করেছিল৷ আদালত থেকে মৃন্ময় জামিনে মুক্তি পেয়েছিল৷ পরবর্তী সময়ে আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন মঞ্জুর করেনি আদালত৷ তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছিল৷
এদিকে, আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল দ্রুত মামলার তদন্তক্রমে আদালতে চার্জশিট দেওয়ার জন্য৷ সে অনুযায়ী আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *