নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি অফিসে হামলা হুজ্জতির জের বৃহস্পতিবার আগরতলায়
দলের রাজ্য কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ এরই পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বুধবার তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তারও নিন্দা জানিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷
এদিন, বিজেপি রাজ্য সহ সভাপতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আগরতলা শহর পরিক্রমা করে৷ এই মিছিল থেকে পশ্চিমবঙ্গ এবং রাজ্যের তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিজেপি রাজ্য কমিটির বক্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পেশির জোর খাটাচ্ছে৷ দলীয় সাংসদের চিটফান্ডের সাথে জড়িত থাকায় সিবিআই গ্রেপ্তার করেছে৷ কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সম্পূর্ণ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গিয়ে বিজেপি পার্টি অফিসে হামলা চালিয়েছে৷ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিজেপি কর্মীরা আহত হয়েছেন৷ এই রাজ্যেও এর প্রভাব দেখা গেছে৷ বিজেপি রাজ্য কমিটির দাবি, বুধবার তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন৷ বিজেপি রাজ্য কমিটি মনে করছে, রাজ্যে তৃণমূল নেতৃত্বরা চিটফান্ড নিয়ে রাজনীতি শুরু করেছে৷
পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের বেছে বেছে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে৷ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই বিজেপি সহ সভাপতির নেতৃত্বে এদিন মিছিল বের করা হয়েছে বলে জানানো হয়েছে৷