নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটল| দিল্লির মেট্রো স্টেশনে ২৮ বছর বয়সী এক সাব ইন্সপেক্টর নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন| পুলিশের সূত্রে জানা গিয়েছে, কালকাজি মেট্রো স্টেশনে সিসিটিভি নিয়ন্ত্রণ ঘরে ঢুকে আগ্রার বাসিন্দা ভগত সিং নামে ওই সাব ইন্সপেক্টর আত্মহত্যা করেন| তিনি ঘরে ঢুকে চিত্কার করে বলেন যে তিনি আত্মহত্যা করতে চলেছেন| এই চিত্কার শুনে স্টেশনের অন্যান্য কর্মচারীরা ছুটে এসে দরজা ভাঙার চেষ্টা করলে, তাঁকে বাঁচানো যায়নি| কোনও সুইসাইড নোট পাওয়া না গেলেও এই আত্মহত্যার পেছনে কে ইন্ধন জুগিয়েছে, সেই উত্তর খুঁজতে তদন্তে পুলিশ নেমেছে|
2017-01-06