BRAKING NEWS

পিছিয়ে দেওয়া হোক বাজেট পেশের দিন, নির্বাচন কমিশনে আর্জি বিরোধীদের

rupeeনয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): পিছিয়ে দেওয়া হোক আসন্ন সাধারণ বাজেট পেশের দিন| নির্বাচন কমিশনের কাছে এই আর্জিই জানাল বিরোধী দলগুলি| বৃহস্পতিবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজপার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (ইউনাইটেড) এবং ডিএমকে-র ১১ জনের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হন| বিরোধীদের আশঙ্কা, পঁাচ রাজ্যে ভোটের ঠিক আগে সাধারণ বাজেট পেশ হলে, ভোট টানতে কল্পতরু ভূমিকা নিতে পারে বিজেপি|
পয়লা ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ হওয়ার কথা| আর ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পঁাচ রাজ্যে ভোট| নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, `আমাদের কাছে একটা সহজ সমাধান রয়েছে| ৮ মার্চের পরে বাজেট পেশ করানো হোক আর ৩১ মার্চের আগে তা পাশ করানো হোক| অনেক সময় রয়েছে|’ কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেছেন, `বাজেটে জনপ্রিয়তা টানার জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে| আর সেটা হলে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয়|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *