আসাম ও মণিপুরেও ভুকম্পন অনুভূত

earth-quakeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ আসাম ও মণিপুর সহ পূর্বোত্তরের রাজ্যগুলিতেও মঙ্গলবার কম্পন অনুভূত হয়েছে৷ এদিন দুপুর ২টা ৩৯ মিনিট নাগাদ ত্রিপুরা বাদে আসাম সহ অন্যান্য রাজ্যে ৫.৫ রিখটার স্কেলে তীব্রতা সম্পন্ন ভূকম্পন অনুভূত হয়েছে৷ ক্ষয়ক্ষতির তেমন কোন ঘটনা ঘটেনি৷ তবে, জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ এছাড়া বাংলাদেশ, ভুটান ও মায়ানমারের উত্তরাংশে এদিন ভূমকম্পন অনুভুত হয়েছে৷ সেখানেও রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫৷