নগদহীন লেনদেনের বিরুদ্ধে সুর চরালেও পদ্ধতি চালু করতে তৎপর রাজ্য সরকার

cashless-economyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ মুখে ক্যাশলেশ অর্থাৎ নগদহীন লেনদেনের বিরুদ্ধে সুর চরালেও, রাজ্য সরকার অর্থনীতির নয়া এই পদ্ধতি রাজ্যে চালু করার বিষয়ে জোরকদমে তৎপরতা শুরু করেছে৷ নগদহীন লেনদেনের বিষয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, এনিয়ে সরকারের চিন্তাভাবনা আলাদা করে কিছু নেই৷ দেশে বর্তমানে ১৪ শতাংশ মানুষ নগদহীন লেনদেন করছেন৷ আরো কতজন এই পদ্ধতিতে অভ্যস্ত হবেন সেটা মানুষই ঠিক করবে৷ তিনি বলেন, যাদের মনে হয় নগদহীন লেনদেনে যাওয়া ভাল তাঁরা যাবেন৷ তবে, যারা নগদহীন লেনদেনে যেতে পারবেন তাঁদের জন্যই চিন্তা হচ্ছে, বলেন অর্থমন্ত্রী৷
এদিন তিনি আরো বলেন, বিশ্ব ব্যাঙ্ক বলেছে ভারত এখনো নগদহীন লেনদেনের জন্য প্রস্তুত নয়৷ এবিষয়ে তিনি যুক্তি তুলে ধরে বলেন, গ্রামে গঞ্জে সমস্ত দোকানে পিওএস মেশিন থাকবে, এমনটা ভাবা কাল্পনিক৷ ফলে, যখন কোন ক্রেতা জিনিষ কিনতে গিয়ে দেখবেন পিওএস মেশিন সেই দোকানে নেই তখন ক্রয়-বিক্রয় কি করে সম্ভব হবে৷
এদিন অর্থমন্ত্রী কথায় ধারণা করা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার বাইরে নগদহীন লেনদেনের বিষয়ে রাজ্যের নিজস্ব উদ্যোগে কোন পদক্ষেপ নেওয়া হবেনা৷ রাজ্য সরকার বিভিন্ন বিক্রেতাদের জন্য সুলভ মূল্যে পিওএস মেশিন কিনতে পারেন সেই লক্ষ্যে কোন পদক্ষেপ নেবে না৷ তবে, সরকারী সমস্ত লেনদেনে নগদহীন পদ্ধতি শুরু হয়ে গেছে৷ এমনকি সমস্ত দপ্তরের ডিডিও, ব্লক আধিকারীক থেকে শুরু করে অন্যান্য আধিকারীকদের নগদহীন লেনদেনে দক্ষ করে তুলার জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হচ্ছে৷ মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, তথ্য ও প্রযুক্তি দপ্তরকে বলা হয়েছে বিভিন্ন দপ্তরের ২০০ জন কর্মচারীকে নগদহীন লেনদেনে অভ্যস্ত করার জন্য৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, রেগা, ট্রেজারি স্টাফ, মেধাবৃত্তি সহ আরো অন্যান্য যেখানে লেনদেন সংক্রান্ত বিষয় রয়েছে সংশ্লিষ্ট সকলকে নগদহীন লেনদেনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷
এমনই একটি প্রশিক্ষণমূলক কর্মশালা ধলাই জেলাতে অনুষ্ঠিত হয়েছে৷ ধলাই জেলা প্রশাসনের এবং আগরতলা কমন সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে আজ সকালে জওহরনগর ধলাই জেলা শাসকের কার্যালয়ের সভাগৃহে নগদবিহীন লেনদেন পদ্ধতি সম্পর্কে জেলা ভিত্তিক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ জেলাভিত্তিক নগদবিহীন লেনদেন পদ্ধতি সম্পর্কে সচেনতামূলক কর্মশালায় ইউ পি আই, এই ওয়ালেট, আধার নির্ভর পেমেন্ট ব্যবস্থা, ইউ এস এস ডি, পি ও এস (প্রিপেইড, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা) বিষয়গুলি সম্পর্কে আরো বেশি করে গ্রামাঞ্চলে জনসাধারণকে সচেতন করে তোলার জন্য আলোচনা করেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক দিলীপ কুমার চাকমা এবং আগরতলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের রাজ্য প্রজেক্ট ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ৷
জেলাভিত্তিক কর্মশালায় নগদবিহীন লেনদেন পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করেন উপস্থিত জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ পরবর্তী পর্যায়ে চলতি জানুয়ারি মাসের মধ্যে ধলাই জেলার ব্লকস্তরে, গ্রাম পঞ্চায়েতস্তরে, ভিলেজ স্তরে নগদবিহীন লেনদেন পদ্ধতি সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা করা হয়৷ জেলাভিত্তিক সচেনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক, মনু বি এ সি-র চেয়ারম্যান মতিলাল শুক্ল বৈদ্য, সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রবীন্দ্র দেবনাথ, জেলার মহকুমা শাসকগণ, জেলাস্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিডিওগণ৷
এর আগেও রাজ্যের অন্যান্য স্থানে এধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীদিনে আরও হবে৷ ফলে, যা মনে হচ্ছে, রাজ্য সরকার মুখে নগদহীন লেনদেনের সমালোচনায় মুখর হলেও, কেন্দ্রের চাপে তা রাজ্যে বাধ্য হয়েই চালু করতে হচ্ছে৷