নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার বড়পাথরি এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম জানা যায়নি৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় বিলোনিয়া থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ অটো চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
2017-01-03