প্রয়াত কর্ণাটকের রাষ্ট্রমন্ত্রী এইচ এস মহাদেব প্রসাদ, শোকাহত সিদ্দারামাইয়া

h-s-mahadeva-prasadবেঙ্গালুরু, ৩ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন কর্ণাটকের রাষ্ট্রমন্ত্রী এইচ এস মহাদেব প্রসাদ| সোমবার রাতে ছিক্কামাগালুরু জেলার কোপ্পা শহরে একটি রিসর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর| রাষ্ট্রমন্ত্রী এইচ এস মহাদেব প্রসাদের মৃতু্যতে তিন দিন রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা করেছে রাজ্য সরকার| শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া|
উল্লেখ্য, ১৯৫৮ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন এইচ এস মহাদেব প্রসাদ| গুন্দলুপেতে আসনে প্রতিনিধিত্ব করেছেন তিনি| মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মহাদেব প্রসাদ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *