নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল শাসক দল সিপিআইএম৷ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হয়৷ কেন্দ্রীয় নীতির প্রতিবাদে আজ আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে শাসক দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আরো প্রবল হয়ে উঠেছে৷ তাতে গরিব ও মধ্যবিত্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ এরই প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানেও আজ শাসকদল প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে৷
2017-01-03