চেন্নাই, ২ জানুয়ারি (হি.স.) : সদ্য এআইএডিএমকে দলের প্রধান হওয়া শশীকলাকে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আবেদন জানালেন লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই| তিনি সোমবার শশীকলার সঙ্গে দেখা করার পরে বলেছেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে দল ও সরকারের রাশ একজনের হাতেই থাকা উচিত| এদিন পয়েজ গার্ডেনে গিয়ে শশীকলার সঙ্গে দেখা করেন থাম্বিদুরাই| তিনি চিন্নাম্মাকে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করার আর্জি জানান| মন্ত্রিসভার প্রায় সব বিধায়করাই একই আর্জি জানিয়েছেন| তবে শশীকলা এখনও কোনও জবাব দেননি বলে থাম্বিদুরাই জানিয়েছেন|
2017-01-02