নগাঁও / তেজপুর (অসম), ০২ জানুয়ারি, (হি.স.) : ভারতে বিমুদ্রায়নের ঘটনা বিজেপি নেতৃ্বাধীন এনডিএ সরকারের সর্ববৃহৎ ব্যর্থতা ও কেলেংকারি বলে মনে করেন সাংসদ গৌরব গগৈ। সোমবার নগাঁওয়ের রাজীব ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সাংসদ-পুত্র গৌরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষুরধার সমালোচনা করেন।
তাঁর অভিযোগ, পে-টিএম-এর সঙ্গে গোপন সমঝোতা রয়েছে মোদীর। তাই এই কোম্পানিকে ব্যাবসার ঢালাও সুযোগ করে দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর এমন বিমুদ্রায়নের ফলে ভারত শতবর্ষ পিছিয়ে যাবে।
এদিকে, এই একই বিষয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র ববিতা শর্মা। তেজপুরের রাজীব ভবনে এপিসিসি মুখপাত্ৰ ববিতারও অভিযোগ, বিমুদ্ৰায়ন দেশের সৰ্ববৃহৎ কেলেংকারি। কেননা, অপর্যাপ্ত গুপ্তধন-সহ বিজেপি নেতা ধরা পড়েছেন। তাঁরা ধরা পড়লেও তাঁদের রক্ষণাবেক্ষণ দিচ্ছে বিজেপি জোট এনডিএ সরকার। এই বিমুদ্ৰায়নের ফলে দেশের ১১৫ জনের অকালে প্ৰাণহানি ঘটেছে বলে জানিয়ে এ-ব্যাপারে উপযুক্ত তদন্ত ও তাঁদের পরিবারবর্গকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন তিনি।
2017-01-02