BRAKING NEWS

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সপা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার অখিলেশ ও রামগোপাল

akhilesh-mulayamলখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.) : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সপা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল অখিলেশ যাদবকে| উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশের পাশাপাশি তাঁর সঙ্গী রামগোপাল যাদবকেও ৬ বছরের জন্য দল থেকে বহিস্কˆার করে সমাজবাদী পার্টির (সপা) ঘরোয়া বিবাদে নয়া মাত্রা যোগ করলেন মুলায়ম সিং যাদব | শনিবার সকালে তাঁর প্রকাশিত তালিকার প্রার্থীদের সঙ্গে বৈঠকেও বসবেন নেতাজি| মুলায়মের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন অখিলেশ-সমর্থকরা|
ৱুধবার অখিলেশের অনুপস্থিতিতেই মুলায়ম প্রথম দফায় ৩২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন| পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার রাতে ২৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অখিলেন | পাল্টা প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য শুক্রবার সকালেই শৃঙ্খলাভঙ্গের জন্য জবাবদিহি চেয়ে ছেলে অখিলেশকে শোকজ করেছিলেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব| এরপর সন্ধ্যায় অখিলেশ, রামগোপাল, দুজনকেই বহিষ্কার করেন মুলায়ম| যা রাজ্যের নির্বাচনের নতুনমাত্র যোগ করবে বলে মনে করছে|
প্রসঙ্গত, ৱুধবার ভাই শিবপালকে পাশে বসিয়ে ৩২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব| উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩| তখনই অখিলেশঘনিষ্ঠরা মুখ্যমন্ত্রীর ফের এক দফা প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত দেন| বাবার সঙ্গে কথা বলেও কাজ হয়নি| তাই বৃহস্পতিবার ২৩৫টি আসনের প্রার্থী ঘোষণা করেন অখিলেশ| তার পরেই ফের প্রকাশ্যে আসে বাবাছেলের ঝামেলা| এর মধ্যেই শিবপাল বাকি ৬৮টি আসনের প্রার্থীও ঘোষণা করে দেন| সেই তালিকায় জায়গা পেয়েছেন অখিলেশ ঘনিষ্ঠ নেতা| যদিও তাতে মন গলেনি অখিলেশের| তাই শুক্রবার নিজের সরকারি বাসভবনে ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অখিলেশ যাদব| লখনউয়ের কালিদাস মার্গের সেই বৈঠকে দলের প্রবীণ এবং নবীন দুই নেতারাই উপস্থিত|
এরপরই মুলায়ম ক্ষোভ উগরে দেন অখিলেশের বিরুদ্বেূ | পাশাপাশি বলেন, দল যখন প্রার্থীতালিকা দিল, তারপর কী করে অখিলেশ আলাদা প্রার্থীতালিকা দিল? অখিলেশ, রামগোপাল, দুজনেই দলটাকে শেষ করে দিতে চায়| আমি সেটা হতে দেব না| দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে মুলায়মের দাবি, তিনি অনেক কষ্ট করে যে দল গড়েছেন, তাকে রক্ষা করতেই ব্যবস্থা নিলেন অখিলেশ, রামগোপালের বিরুদ্ধে|
বিশেষজ্ঞদের মতে, এভাবে আসলে নিজের শক্তি প্রদর্শন করতে চান মুলায়ম| বার্তা দিতে চান, সমাজবাদী পার্টিতে এখনও তিনিই শেষ কথা| যে ৱুঝিয়ে দিতে শনিবার সকালে তাঁর প্রকাশিত তালিকার প্রার্থীদের সঙ্গে বৈঠকেও বসবেন নেতাজি| যে তালিকায় আছেন অখিলেশের ঘোষিত তালিকার ১৮৭ জন প্রার্থী | এঁদের মধ্যে কতজন শনিবারের বৈঠকে গিয়ে মুলায়মের পাশে দাঁড়াবেন, সেটাই দেখার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *