BRAKING NEWS

ত্র‌্যম্বকেশ্বর মন্দিরে আয়কর দফতরের হানার নিন্দায় সরব শিবসেনা

shivsenaমুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের নাসিকের ত্র‌্যম্বকেশ্বর মন্দিরে আয়কর দফতরের হানার নিন্দায় সরব শিবসেনা| শিবসেনার অভিযোগ কালো টাকা দমন অভিযানে বেছে বেছে শুধু হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে | শিবসেনা মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, কালো টাকা খুঁজতে মাদ্রাসা, মসজিদে অভিযান চালানোর সাহস হবে তো|
সামনা সম্পাদকীয়তে বলা হয়েছে, অভিযান চালিয়ে কালো টাকা বাজেয়াপ্ত করার বিরোধী কেউই নয়| কিন্তু এই অভিযান শুধুমাত্র সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুদের মধ্যে আটকে রাখলেই হবে না| কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মন্দিরে মন্দিরে প্রচুর সোনা আছে| অতএব সরকার ধর্মনিরপেক্ষ সাজতে গিয়ে সব হিন্দু দেবতাকে অপরাধী বলে দেখাবে ঠিক করল| সামনায় আরও দাবি নোট বাতিলের পর সরকারের কালো টাকা দমন অভিযানের সবচেয়ে বেশি মার খেয়েছে হিন্দুরাই|
বলা হয়, ভারতে গির্জাগুলোও প্রচুর বিদেশি অর্থ পায়, যা দলিতদের খ্রিস্টান বানাতে ঢালা হয়| আয়কর দফতর কি মনে করে, যাবতীয় ধর্মান্তরণ অনলাইনে হয়, টাকাপয়সার লেনদেন ছাড়াই? কিন্তু সরকারের যত সাহস হিন্দু ধর্মস্থানে অভিযান চালাতেই, খ্রিস্টান ধর্মগুরুদের ডেরায় পা দেওয়ার ৱুকের পাটাই নেই! একই কথা খাটে মসজিদ, মাদ্রাসাগুলির বেলায়ও| ধর্মীয় অসন্তোষ উসকে দিতে সীমান্তের ওপার থেকে প্রচুর অর্থ আসে ওদের কাছে| কিন্তু বীর আয়কর অফিসারদের কি সাহস হবে মাদ্রাসা, মসজিদগুলোয় হানা দেওয়ার? প্রশ্ন কেন্দ্র রাজ্য সরকারের শরিক দলের| |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *