নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : আগামী ৩০ ডিসেম্বরের পর থেকে টাকা তোলার উপরে আরোপ করা বিধিনিষেধ তুলে নিতে চলেছে কেন্দ্র | তারপরেই ইচ্ছামত ব্যাঙ্ক এবং এটিএম থেকে তোলা যাবে টাকা | থাকবে না কোনও উর্ধ্বসীমা |
সূত্রের খবর, নগদ সমস্যার সমাধান করেতই ফাইন্যান্স সেক্রেটারি অশোকা লাভাসা জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের পর ক্যাশ তোলার উর্ধ্বসীমা তুলে নেবে কেন্দ্র | অতএব নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই মিটবে নগদ সমস্যা | নোট বাতিল হওয়ার ফলে বাতিল নোটের সমমূল্যের অধিকাংশই বর্তমানে দেশের অর্থনীতিতে ফিরে এসেছে | ফলে নতুন বছরের শুরু দুমাসের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাজার | তার মধ্যেই নতুন নোট ছাপানোর কাজও সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা|