BRAKING NEWS

কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যা

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে জীবন দিতে হল এক মাকে৷ ঘটনা কাকড়াবন থানা এলাকার গর্জনমুড়ায়৷ মহিলার নাম সুপর্ণা দেবনাথ৷ জানা যায়, মাস খানিক আগে সুপর্ণা এক কন্যা সন্তানের জন্ম দেন৷ এনিয়ে স্বামী সজল কান্তি ভৌমিক ও তার পরিবারের লোকজনদের সঙ্গে মতভেদ তুঙ্গে উঠে৷ সুপর্ণার উপর মানসিক নির্যাতন চরম আকার ধারণ করে৷ এরই জেরে মঙ্গলবার রাতে সুপর্ণাকে হত্যা করা হ য় বলে অভিযোগ৷ জানা গেছে, সুপর্ণার মা রাতে সুপর্ণার সঙ্গে এক সঙ্গেই ঘুমিয়ে ছিলেন৷ সঙ্গে ছিল শিশুটিও৷ রাতে সুপর্ণা প্রাকৃতিক কাজের জন্য বাইরে যায়৷ তখন সুপর্ণার মা টের পাননি৷ পরবর্তী সময়ে দেখতে পান ঘরের বাইরে পড়ে আছে তার নিথর দেহ৷ তার গলায় আঘাতের চিহ্ণও রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে সুপর্ণার বাপের বাড়ির তরফে কাকড়াবন থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত সুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় সুপর্ণার মৃত্যুর পর বাকবিতন্ডার জেরে তার মা ও পরিবারের লোকজনদের ঐ বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়৷ তাতে পরিস্থিতি আরো উদ্বেগজনক আকার ধারণ করে৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মাকে হত্যার এই ঘটনা ন্যাক্কারজনক৷ এটি একটি সামাজিক মারাত্মক ব্যাধি ও অপরাধও বটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *