BRAKING NEWS

এবার ট্রেনের ধাক্কায় মারা গেল দেশের জাতীয় পশু

tiger-regalভোপাল, ৬ ডিসেম্বর (হি.স.) : হাতি নয়, এবার ট্রেনের ধাক্কায় মারা গেল দেশের জাতীয় পশুর| ক্রমহ্রাসমান বাঘের সংখ্যা নিয়ে উদ্বেগের মাঝে এই ঘটনায় প্রশ্নের মুখে ব্যাঘ্রকুলের নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য| জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের সাতনা এলাকার মাঝগাবান রেল ষ্টেশনের কাছে| মঙ্গলবার সকালে সাতনা ফরেস্ট দফতরের তরফে আরবি শর্মা বলেছেন, রাতে মাঝগাবান রেল ষ্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় একটি বাঘের মৃতু্য হয়েছে| চার বছর বয়সী ওই বাঘের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে| একইসঙ্গে তিনি আরও জানান, ওই এলাকায় চারটি বাঘ ছিল| এই ধরণের দুর্ঘটনা আর না ঘটে, সেদিকে নজর দেওয়া হচ্ছে| এই বিষয়ে রেল দফতরের সঙ্গেও কথা বলা হবে বলে জানান আরবি শর্মা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *