BRAKING NEWS

৫০ শতাংশ জরিমানা দিলেই সাদা হবে কালো টাকা, লোকসভায় পেশ সংশোধনী বিল

ParliamentofIndiaনয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : কালো টাকার মালিকদের আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্রীয় সরকার| ঘোষিত অর্থের মোট ৫০ শতাংশ জরিমানা দিলেই কালো টাকা সাদা করা যাবে| নোট বাতিল নিয়ে বিতর্ক ও বিক্ষোভের মাঝেই সোমবার লোকসভায় এই আয়কর সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার| এদিন সংসদের নিম্ন কক্ষে ওই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বিলের প্রস্তাবনায় কালো টাকা উপর কর চাপানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছে |
কেন্দ্রের আনা শংশোধনীতে ঘোষিত অর্থের মোট ৫০ শতাংশ জরিমানা দিলেই কালো টাকা সাদা করা যাবে| তবে যাঁরা তাঁদের কাছে গচ্ছিত টাকা জানাবেন না তাঁদের জন্য শাস্তি হিসেবে ৮৫ শতাংশ জরিমানা করা হবে| সোমবার লোকসভায় আয়কর আইনের সংশোধনী পেশ অরুণ জেটলি বলেন, এই বছরের মধ্যেই পুরনো নোট বদল করতে হবে| আড়াই লক্ষের ওপর জমা পড়লেই আয়কর নজরদারি হবে|
সংশোধনী অনুযায়ী যাঁরা তাঁদের করহীন জমা টাকার কথা জানাবেন, তাঁদের ৩০ শতাংশ কর দিতে হবে| ১০ শতাংশ জরিমানা| এরপর সম্পত্তির পরিমাণ দেখে ১০ শতাংশ করে কর দিতে হবে| অর্থা সর্বোচ্চ ৫০ শতাংশ কর দিতে হবে| এরপর ২৫ শতাংশ টাকা গ্রহীতার অ্যাকাউন্টে জমা পড়বে| বাকী টাকা অর্থা ২৫ শতাংশ চার বছরের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা নামের নতুন বিশেষ তহবিলে জমা থাকবে| এরজন গ্রহীতাকে কোনও সুদ দেওয়া হবে না| তবে তল্লাশি চালিয়ে উদ্ধার করা টাকা বা আয়করে গরমিল থাকলে ৮৫ শতাংশ অর্থ কেটে ১৫ শতাংশ অর্থ গ্রহীতাকে ফেরত দেওয়া হবে| লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকায় এই সংশোধিত বিলটি পাস করাতে অসুবিধা হবে না| আর অর্থবিল হওয়ায় তা রাজ্যসভায় পাস করাতে হবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *