দশ টাকার কয়েন নিচ্ছেনা বিদুৎ নিগম, রামনগরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা

coinনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ দশ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তির জেরে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখালেন রামনগর ইলেকট্রিক অফিসে৷ অভিযোগ, বিদ্যুৎ বিল নেওয়ার ক্ষেত্রে দশ টাকার কয়েন নিচ্ছেন না নিগমের রামনগর অফিস৷ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটও তারা নিতে চাইছেন না৷ ফলে বাধ্য হয়ে গ্রাহকদের খুচরো টাকা দিয়ে বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে৷ কারণ অনেক সময় ২০০০ টাকার নতুন নোট দিলে খুচরোর সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের৷ এরই মধ্যে নতুন বিপত্তি গুজবের জেরে দশটাকার কয়েনও নিতে চাইছেন না নিগমের রামনগর অফিসের আধিকারিকরা৷ তাদের বক্তব্য, দশ টাকার কয়েন নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে এর জেরে গ্রাহকদের কাছ থেকে এই কয়েন নিয়ে হয়রানির মুখে পড়তে হবে৷ তার জন্যই দশ টাকার কয়েন নেওয়া হচ্ছে না৷ এই ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকেই গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে৷ অবশেষে চাপের মুখে দশ টাকার কয়েনও নেওয়া হবে বলে সম্মত হয় নিগমের রামনগর অফিস৷
উল্লেখ্য, সমস্ত দশটাকার কয়েনই বৈধ তা ঘোষণা করেছে আরবিআই৷ কিন্তু দশ টাকার কয়েন নিয়ে গুজবের জেরে জনমনে বিভ্রান্তি কাটছে না৷ ফলে, হাটে বাজারে, বিপণি বিতানে, পেট্রোল পাম্পে এমনকি ওষুধের দোকানেও দশ টাকার কয়েন নিতে চাইছেন না বিক্রেতারা৷ সরকার অধিগৃহীত সংস্থাগুলিতেও বিল সংগ্রহের ক্ষেত্রে দশ টাকার কয়েন নেওয়া হচ্ছে না৷ ফলে, বিভিন্ন জায়গাতেই দশ টাকার কয়েন নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *