BRAKING NEWS

সাধারণ মানুষ রোজ ভুগছেন, তপ্ত সংসদে মোদীকে কটাক্ষ মনমোহনের

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে বৃহস্পতিবারও তপ্ত হল সংসদ| বিরোধী সাংসদদের হই হট্টগোলের জেরে এদিনও পণ্ড হল সংসদের কাজকর্ম| দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন| এরপর বেলা ১২.০৯ মিনিট নাগাদ নোট বাতিল ইসু্যতে রাজ্যসভায় বক্তব্য পেশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| শুরুতেই মনমোহন বলেছেন, সাধারণ মানুষ রোজ কীভাবে ভুগছেন, সেদিকে নজর দেওয়া উচিত সরকারের| প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘৬০ থেকে ৬৫ জন মানুষ এই ক’দিনে হেনস্থার শিকার হয়ে মারা গিয়েছে| এরপর সাধারণ মানুষের ব্যাঙ্কিং ব্যবস্থার থেকেই ভরসা উঠে যাবে|’ মনমোহনের প্রশ্ন, পৃথিবীতে এমন কী কোনও দেশ আছে, যেখানে সাধারণ মানুষের নিজেদের টাকা তোলার অধিকার নেই| নোট বাতিলের চিন্তা ভুল ছিল, সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তো এটাই যথেষ্ট|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘৫০ দিন অপেক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ দরিদ্রদের জন্য এই ৫০ দিনই ক্ষতিকারক হতে পারে|’ মোদীর কাছে বিনীত আবেদন রেখে মনমোহন বলেছেন, ‘এই স্কিম বাস্তবায়নের জন্য গঠনমূলক প্রস্তাব আনুন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *