BRAKING NEWS

আরবিআইকে দেশের ডাকঘরগুলোতে পর‌্যাপ্ত অর্থ সরবরােহর আর্জি জানাল কেন্দ্র

new-currencyনয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের দেশের আমজনতা এবং কৃষকশ্রেণীর সমস্যা সমাধানে উদ্যোগী কেন্দ্র| গ্রামের গরীব এবং কৃষক সম্প্রদায়ের হাতে যেন পর‌্যাপ্ত নগদ থাকে, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে| এর জন্য দেশের ডাকঘরগুলোতে যেন পর‌্যাপ্ত অর্থ সরবরাহ করা হয় তা জানানো হয়েছে আরবিআই | ৱুধবার একথা বলেন কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস |
কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব আজ এক সাংবাদিক বৈঠক করে বলেন, দেশের প্রায় দেড় লক্ষ ডাকঘরে অবিলম্বে পর‌্যাপ্ত পরিমাণের নগদ টাকা সরবরাহ করা হবে| তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে আরবিআই, ব্যাঙ্কগুলোকে এবং নাবার্ডকে এক নির্দেশিকার মাধ্যমে বলা হয়েছে গ্রামের সমবায় ব্যাঙ্কগুলোতে যথেষ্ট পরিমাণ নগদ টাকা সরবারহ করতে| অর্থের যোগান পর‌্যাপ্ত রাখতে হবে, যাতে কৃষকরা ঋণ এবং নগদে টাকা নিতে পারে কৃষিকাজের জন্যে|
কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন, গ্রামের কৃষকশ্রেণীকে সাহায্য করতে, ব্যাঙ্কিং পরিষেবা এবং পেমেন্ট পদ্ধতিটি ডিজিটালাইজড করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে| চাষের কাজে কৃষিঋণের যোগান পর‌্যাপ্ত পরিমাণের রাখতে এরমধ্যেই নাবার্ড বিভিন্ন জেলার সমবায় ব্যাঙ্কগুলোয় একুশ কোটি টাকা পাঠিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *